বিনোদন

জগদ্ধাত্রীকে কাবু করতে স্বয়ম্ভুকে মারতে চায় মেডিসিন মাফিয়া! এই বিপদ থেকে স্বয়ম্ভুকে কিভাবে বাঁচাবে জগদ্ধাত্রী?

 

জি বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।জগদ্ধাত্রী তার শাশুড়ি মাকে জানিয়ে দিল সে শুধু মাত্র স্বয়ম্ভুকে একটা পরিবার দিতে চায়। সাথে এও জানিয়ে দিল তার নিজের ছেলে উৎসব যদি বেশি ডানা ঝাপটায় তাহলে টানা কেটে দিতে জগধাত্রীর বেশিক্ষণ সময় লাগবে না। খুব ভালো করে সেটা উৎসব জানে।

কৌশিকীর আশীর্বাদের তিন জগদ্ধাত্রী নেই কারণ তাকে কেউ মেনে নেয়নি বাড়ি থেকে ।তাই সে থাকলে আবার কোন অশান্তি হবে। কৌশিকী সাফ জানিয়ে দেয় সে তাকে মেনে নিয়েছে আর খুব জলদি কোর্টে যাবে। সেটা প্রমাণ করেই ছাড়বে নইলে কৌশিকী তা নিজের নামই বদলে দেবে।

জগদ্ধাত্রী এবং তার পুরো টিম তুষার তীর্থ তলা পাত্রের ছেলেদের জ্ঞানকে নিয়ে ধরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তুষার তীর্থ তলা পাত্র ফোন করে জগদ্ধাত্রীকে জানাই সে কোনভাবেই তাদেরকে নিয়ে যেতে পারবে না, কারণ পুরো জায়গা গিড়ে ফেলেছে তার লোকেরা দূর থেকে জগদ্ধাত্রীকে তাক করে গুলি করতে যাবে ঠিক এমন সময় স্বয়ং বাঁচিয়ে নিল তাহলে গুলিটা কার লাগলো ?

Related Articles