বিনোদন
ঘাটালে দেবকেই প্রার্থী করতে চায় তৃণমূল?

গত ডিসেম্বর মাসে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব বলেছিলেন, এবার তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে তিনি লড়বেন কি না তা নিয়ে এখনও ভাবার জায়গায় আসেননি। তিনি বলেছিলেন, “২০১৯ সালে ভেবেছিলাম দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বললে ভোটে লড়ব। এবার সেরকম কিছু ভাবতে পারছি না।”
তবে বুধবার কালীঘাটের দলীয় বৈঠকে দেবকে ‘গুড বয়’ সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “দেব একটা ভালো ছেলে। শিল্পী মানুষ। ও অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ।”
এরপর ঘাটাল সাংগঠনিক জেলাকে উদ্দেশ্য করে মমতা প্রশ্ন করেছেন, “কাদের জন্য দেব দাঁড়াতে চাইছে না। কেন এমন হবে? তোরা কি করছিস?”
এই ঘটনার পর ঘাটালে দেবকেই ফের প্রার্থী করতে চাইছে তৃণমূল, এমন জল্পনা শুরু হয়েছে।