বিনোদন

কৌশিকির ওপর গুলি চালিয়েছিল কে? তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য জানতে পেল জগদ্ধাত্রী

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী-তে এবার টানটান উত্তেজনা। কৌশিকির ওপর গুলির রহস্যের সমাধানে জ্যাসের কাছে নতুন তথ্য এসেছে।

পূর্ববর্তী পর্বে দেখা গিয়েছিল যে, জগদ্ধাত্রীকে মারার জন্য শত্রুপক্ষ কৌশিকীকে গুলি করে। কৌশিকী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। অন্যদিকে, সবার সামনে মৃত হয়ে আড়াল থেকে রহস্য উদঘাটনে নামে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু।

হাসপাতালে জগদ্ধাত্রীকে কৌশিকী সব সত্যি বলে দেয়। সে জানায় যে, দিব্যা সেনই কৌশিকীকে গুলি করার পরিকল্পনা করেছিল। কৌশিকী দিব্যা সেনের গাড়ির নম্বর দেখে ফেলে। তাই দিব্যা সেনের লোকেরা কৌশিকীকে গুলি করে।

অন্যদিকে, রাজনাথ মুখার্জিকে ফোন করে সাধুদা। তিনি রাজনাথ মুখার্জিকে জানান যে, কৌশিকীকে গুলি করার জন্য যে বন্দুকটি ব্যবহার করা হয়েছিল, সেটি রাজনাথ মুখার্জির।

Related Articles