বিনোদন
কোটি টাকার ইঞ্জিনিয়ারিং-এর প্যাকেজ ছেড়ে বেছে নেন নিজের প্যাশন! ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কতটা মুশকিল ছিল কৃতির?

কখন কার ভাগ্যের চাকা কিভাবে ঘুরে যায় তা বলা যায় না। তেমনটাই অভিনেত্রী কৃতি সাননের সঙ্গে ঘটেছিল। ইঞ্জিনিয়ারিং ছাত্রী ছিলেন অভিনেত্রী কৃতি। তার মা ছিলেন একজন শিক্ষিকা এবং বাবা ছিলেন চার্টার্ড একাউন্টেন্ট। তবে তিনি তথাকথিত ক্যারিয়ারের দিকে না এগিয়ে অনিশ্চিত ক্যারিয়ারের দিকে পা বাড়িয়েছিলেন। কিভাবে শুরু হয়েছিল তার যাত্রা।
তাকে প্রথম দেখা গিয়েছিল ৫ টাকার টিউবের দাঁতের মাজনের এডভারটাইসের। ক্যান্টিনে বসে বন্ধুদের মধ্যে আড্ডা দিতে থাকাকৃতি রে চোখমুখে মুখটাই দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। এডভারটাইসমেন্ট এর মাধ্যমেই শুরু হল তার ক্যারিয়ারের যাত্রা।
তারপর থেকেই তিনি নিজে প্রতিভার মধ্যে দিয়ে বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন। তাকে অনেক ছবিতে দেখা গিয়েছে ইতিমধ্যেই তার ঝুলিতে রয়েছে অনেক ছবি।