বিনোদন

কলকাতা আমি শীঘ্রই আসছি! অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিলেন শাহরুখ

 

বলিউডের কিং খান শাহরুখ খানের ডাংকি ছবি মুক্তির আর মাত্র চার দিন বাকি। আগামী ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে এই ছবি। এই ছবির প্রচারে দুবাই গেছেন শাহরুখ। সেখানে থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের উন্মাদনা দেখেছেন। অগ্রিম বুকিংয়েও দেখা যাচ্ছে দর্শকদের উৎসাহ।

কলকাতায় শাহরুখের ভক্তরাও ডাংকি ছবির জন্য উন্মুখ হয়ে আছেন। ইতিমধ্যেই অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং শহরের বিভিন্ন ফ্যান ফ্লোরে তাড়াহুড়ো পড়ে গেছে। এমনকি অগ্রিম বুকিং খুলতেই শাহরুখ খানের ফ্যানেদের একাংশ মিষ্টি বিলি শুরু করেছেন।

কলকাতার এই ভালোবাসা দেখে শাহরুখ খান মুগ্ধ। তিনি সোশ্যাল মিডিয়ায় কলকাতার ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “কলকাতার নুনুর আগেদের এমন কারুকার্য দেখে আমি অভিভূত। খুব জলদি আমি কলকাতায় আসব।”

Related Articles