ও শুধু আমার! সোশ্যাল মিডিয়ায় তবে কি নিজের প্রেমের ঘোষণা করে দিলেন সারা?

ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আমদাবাদে পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। এই ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান। এই উত্তেজনাকর ম্যাচের চেয়েও বেশি উত্তেজনা দেখা যাচ্ছে সারা তেন্ডুলকর ও শুভমন গিলকে নিয়ে। এই দুই তারকার প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জন আর গোপন নয়। সারা নিজেই প্রকাশ্যে ঘোষণা করে দিলেন, শুভমন শুধু তার।
সারা তেন্ডুলকর সচিন তেন্ডুলকরের মেয়ে। তিনি একজন সফল মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। শুভমন গিল ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। সারা ও শুভমনের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২২ সালে। তখন থেকেই তারা একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে অনুষ্ঠানে যাওয়ার মতো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কিন্তু তারা কেউই এ ব্যাপারে সরাসরি কিছু বলেননি।
তবে এবার সারা নিজেই প্রকাশ্যে ঘোষণা করে দিলেন, শুভমন শুধু তার। তিনি তার এক্স-টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তিনি খোলা চুল নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ও শুধু আমার”।সারা এই “ও” দ্বারা কাকে বোঝাতে চেয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে অনেকেই মনে করছেন, তিনি শুভমনকেই বোঝাতে চেয়েছেন।