বিনোদন

এ যেন বাংলার শাহরুখ! শাহরুখের মতই জন্মদিনে ভক্তদের দেখে হাত নাড়ালেন জিৎ

 

টলিপাড়ার জনপ্রিয় মুখ জিৎ। তাঁর জন্মদিন উপলক্ষে গতকাল ৩০ নভেম্বর তাঁর বাড়ির সামনে ভক্তদের ভিড় জমে উঠেছিল। দিনভর বিভিন্ন বয়সী ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন।

জিতের জন্মদিনে ভক্তদের উল্লাস দেখে নেটিজেনরাও মুগ্ধ হয়েছেন। অনেকে তাঁকে টলিউডের বাদশা বলেছেন। আবার অনেকে শাহরুখ খানের সঙ্গে তাঁর তুলনা করেছেন।

প্রতিবারের মতো এবারও জিৎ তাঁর ভক্তদের দেখা দিয়েছেন। তবে এবার তাঁর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে নবন্যাও। বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের আবদারে ‘মানুষ’ ছবির সংলাপ বললেন তিনি। প্রিয় নায়কের মুখে সিনেমার সংলাপ শুনে আপ্লুত তাঁর ভক্তরা।

জিৎ বলেন, “আমার ভক্তদের ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ। তাঁদের জন্যই আমি আজ এই জায়গায় আছি। তাঁদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যায়।”

জিতের জন্মদিনে ভক্তদের উল্লাস দেখে বোঝা যায়, তিনি এখনও বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ। তাঁর ভক্তদের ভালোবাসা তাঁকে আরও ভালো অভিনেতা ও মানুষ হতে অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে।

Related Articles