বিনোদন

এবার সরাসরি খোলা চ্যালেঞ্জ পেল ফুলকি? স্বীকার করবে কি সে?

 

বাংলা টেলিভিশনে নতুন সিরিয়ালের জয়জয়কার! গত কয়েক মাসে বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে এবং শুরু হতে না হতেই তারা দর্শকদের মন জয় করে নিয়েছে। নতুন সপ্তাহের টিআরপি তালিকায় সেই জয়জয়কার প্রকাশ্যে এসেছে।

প্রথম স্থানে রয়েছে ‘ফুলকি’। এই সিরিয়ালটি শুরুর সময় থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়। এ সপ্তাহে তারা পেয়েছে ৮.৫। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ‘জগদ্ধাত্রী’ এবং ‘নিমফুলের মধু’।এই দুই সিরিয়ালই বেশ কয়েক বছর ধরে চলছে এবং তারা দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এ সপ্তাহে তারা পেয়েছে ৮.১।

ফুলকির প্রথম বক্সিং ম্যাচ!
এই সপ্তাহের ‘ফুলকি’-তে দেখা যাবে, রোহিতের কাছ থেকে ট্রেনিং নেওয়ার পর ফুলকি তার প্রথম বক্সিং ম্যাচ খেলতে নামছে। রোহিত, যে আগে একজন খ্যাতিমান বক্সার ছিল, ফুলকিকে ম্যাচের জন্য প্রস্তুত করতে সাহায্য করছে।

Related Articles