উৎসবকে সোজা করতে গিয়ে নিজেই বিপদে পরে গেল জগদ্ধাত্রী!

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।
জগদ্ধাত্রী চোর ধরার জন্য একের পর এক কানাই লাল কে নিয়ে আসছে কিন্তু তা সত্ত্বেও কাউকেই চিনতে পারছেন না। জগদ্ধাত্রী কি পারবে আসল চোরকে ধরতে? এই সমস্ত ষড়যন্ত্রের পিছনে কৌশিকী কিছুতেই বুঝতে পারছিল না কে রয়েছে ঠিক তখনই জগদ্ধাত্রী জানায় এই সমস্ত কিছু পিছনে রয়েছে মেহেন্দি।
কৌশিকীর অফিসে ঘোষ বাবু যিনি কুড়ি বছরেরও বেশি সেই অফিসে চাকরি করছেন। কিন্তু তিনি অত্যন্ত সৎ মানুষ কিন্তু তা সত্ত্বেও তিনি কৌশিকের নামে মিথ্যা কথা বলছেন। কৌশিকী নাকি জলচক্রের গাড়িগুলো বের করার জন্যই নির্দেশ দিয়েছে।
রাজনাথ তার ছেলেকে শাসন করছিল ঠিক তখনই উৎসব তার বাবাকে শাট আপ বললো, এটা শুনে রাজনাথ তার ছেলেকে বলল সে তার বাবাকে এই কথাটা কি করে বলতে পারলো ঠিক তখনই জগদ্ধাত্রী বললো চাপ কে সোজা করে দিতে আর সে না পারলে এই কাজটা জগদ্ধাত্রী খুব ভালো পারে।