বিনোদন
উৎসবকে এবার আর ছাড়বে না জগদ্ধাত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে নতুন মোড় এসেছে। উৎসব তার বাবাকে অপমান করায় জগদ্ধাত্রী এবারে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছেন।
গত পর্বে দেখা গেছে, রাজনাথ উৎসবকে শাসন করছিলেন। তখন উৎসব তার বাবাকে “শাট আপ” বলে সম্বোধন করে। এই ঘটনায় রাজনাথ খুবই রেগে যান। তিনি উৎসবকে শাসন করার সময় জগদ্ধাত্রী এসেছিলেন। জগদ্ধাত্রী উৎসবকে অপমান না করার জন্য রাজনাথকে অনুরোধ করেছিলেন।
জগদ্ধাত্রী মনে করেন, উৎসবের এই আচরণ অত্যন্ত অশোভন। তিনি উৎসবকে শিক্ষা দিতে চান। তিনি উৎসবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছেন।