বিনোদন

আমার মৃত্যুর জন্য দায়ী হবে শুধুমাত্র সালমান খান! বিস্ফোরক দাবি করলেন KRK

 

বড়দিনে বলিউডে ঝড় বয়ে গেল। পুলিশের হাতে গ্রেফতার হলেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান ওরফে কেআরকে। ২০১৬ সালের একটি মামলার কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই মামলায় তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ রয়েছে।

কেআরকে নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করেন। তিনি জানান, “২০১৬ সালে আমি একটি সাক্ষাৎকারে সলমন খানের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছিলাম। সেই মন্তব্যগুলি তাঁর পছন্দ হয়নি। তাই তিনি আমাকে মানহানির মামলা করেন। সেই মামলায় আজ আমাকে গ্রেফতার করা হয়েছে।”

গ্রেফতারের পর সলমন খানকে নিশানা করেন কেআরকে। তিনি বলেন, “সলমন খান বলছেন, ওঁর ‘টাইগার ৩’ নাকি আমার জন্য ফ্লপ করেছে। থানা বা জেলে যদি আমার মৃত্যু হয়, তা হলে আপনারা জেনে নিন, সেটা হত্যা। আর আপনারা জানেন যে, তার জন্য কে দায়ী থাকবেন!”

কেআরকের গ্রেফতারের খবর সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে তাঁর অনুরাগীরা তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন। অন্যদিকে বিরোধীরা বলছেন, সবটাই কর্মফল।

Related Articles