আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন আদৃত রায়? সঙ্গী কে জানেন?

স্টার জলসায় নতুন ধারাবাহিক ‘চিনি’ আসছে। প্রোমো দেখে মনে হচ্ছে প্রেম, প্রতিজ্ঞা, রহস্য নিয়ে আসবে এই ধারাবাহিক।’চিনি’ শুরু হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। কিন্তু কখন দেখানো হবে তা নিয়ে এখনও নিশ্চিত নয়।
আপাতত, সন্ধ্যা ৭:৩০-এর স্লটে ‘সন্ধ্যাতারা’ দেখানো হয়। যদি ‘চিনি’ সেই সময়ে শুরু হয়, তাহলে ‘সন্ধ্যাতারা’ শেষ হবে কি না, তা নিয়ে জল্পনা চলছে।’সন্ধ্যাতারা’ এখন বেশ জনপ্রিয়। তাই অনেক দর্শক চান এই ধারাবাহিক শেষ না হোক। তবে, স্টার জলসা যদি ‘চিনি’কে বেশি জনপ্রিয় করতে চায়, তাহলে হয়তো ‘সন্ধ্যাতারা’কে সরিয়ে দিতে পারে।
অন্যদিকে, স্টার জলসার পর্দায় ৬ টায় ‘তোমাদের রানি’, সাড়ে ৬ টায় ‘গীতা এলএলবি’ আর ৭ টায় ‘কথা’ তিনটিই নতুন ধারাবাহিক। সেক্ষেত্রে ‘চিনি’ কোন স্লটে আসবে, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে। তবে, স্টার জলসা এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। তাই, ‘চিনি’ কখন আসবে এবং কখন দেখানো হবে, তা জানার জন্য দর্শকদের আরও অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে উষসী রায় এবং আদ্রিতকে।