বিনোদন

আবার কি একসঙ্গে ছোট পর্দায় কাজ করতে পারেন সৌমিতৃষা ও আদৃত? কী জানালেন অভিনেত্রী?

 

মিঠাই ও সিড, এই দুই চরিত্র দীর্ঘদিন ধরে দর্শকদের মনে দাপিয়ে বেড়িয়েছে। সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায় অভিনীত এই জুটিকে ভেবেই অনেকে মুগ্ধ। কিন্তু ধারাবাহিকটির শেষ পর্বের শ্যুটিং শেষ হয়েছে, আর মাত্র কয়েকদিন টিভিতে দেখা যাবে তাদের।

মিঠাই ও সিডএর বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে বারবার গুঞ্জন উঠেছে। কখনও প্রেম, কখনও বিচ্ছেদের খবর শোনা গেছে।

এক সাক্ষাৎকারে সৌমিতৃষা স্পষ্ট করে বলেছেন, আদৃত-এর সাথে তার কোনও প্রেমের সম্পর্ক ছিল না, আবার ব্রেক-আপও হয়নি। তাই একসঙ্গে কাজ করতে কোনও সমস্যা নেই।

Related Articles