বিনোদন

অ্যানিম্যাল মুক্তির পর বিদেশের মাটিতে দর্শকদের ভালবাসায় আটকা পড়লেন পরিচালক!

 

গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কপূর। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। ভারতীয় বক্স অফিসে প্রথম সপ্তাহেই ৩৫০ কোটির বেশি আয় করেছে ‘অ্যানিম্যাল’।

বক্স অফিস ব্যবসার পাশাপাশি ছবিটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ছবিতে উগ্র পৌরুষ ও হিংসার উদ্‌যাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সমালোচকদের কথায় কান না দিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা নিজের ছবির পক্ষে দাঁড়িয়েছেন।

ছবি মুক্তির পর আমেরিকায় গিয়েছিলেন পরিচালক। ডালাসে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগে সেখানকার পার্কিং লটে দর্শকের ভিড়ের মধ্যে আটকে পড়েন বঙ্গা। তবে দর্শকদের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো ক্ষোভ ছিল না। বরং, তাঁর নাম জপ করতে থাকেন দর্শক। ভিড়ের কারণে বেশ কিছুক্ষণ নিজের গাড়ি থেকে বেরোতে পারেননি বঙ্গা।

Related Articles