বিনোদন

অস্কারের পথে টুয়েলভথ ফেল! সুখবর দিলেন বিক্রান্ত মাসে

 

বিধু বিনোদ চোপড়া পরিচালিত এবং বিক্রান্ত মাসে অভিনীত ছবি “টুয়েলভথ ফেল” এবার অস্কারের জন্য পাঠানো হয়েছে। ছবিটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। চম্বলের প্রত্যন্ত এলাকা থেকে লড়াই করে আইপিএস অফিসার হওয়া মনোজ কুমার শর্মার গল্প নিয়ে তৈরি এই ছবি।

ছবিটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে ছবিটি। ২০ কোটি টাকা বাজেটের এই ছবিটি ইতিমধ্যেই ৫৫ কোটির বেশি ব্যবসা করেছে।

বিক্রান্ত মাসে জানান, ব্যক্তিগত উদ্যোগে তিনি ছবিটি অস্কারের জন্য পাঠিয়েছেন। তিনি আশা করেন, ছবিটি মনোনয়ন পাবে।

২০২৩ সালে অস্কারের মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল বলিউডের ছবি “আর আর আর”। এই ছবির নাটক গানটি সেরা অস্কার জিতে নিয়েছিল। এবার “টুয়েলভথ ফেল” কি অস্কারের মঞ্চে ভারতের পতাকা উড়িয়ে দিতে পারে? সেটাই দেখার।

ছবিটি অস্কারের জন্য মনোনয়ন পাওয়ার জন্য বেশ কিছু বিষয় বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে গল্প, অভিনয়, পরিচালনা, চিত্রগ্রহণ, সম্পাদনা, সঙ্গীত, পোশাক, মেকআপ ইত্যাদি। “টুয়েলভথ ফেল” এসব ক্ষেত্রে ভালো করলে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকবে।

অবশ্য, অস্কারের জন্য মনোনয়ন পাওয়া একটি কঠিন কাজ। বিশ্বের বিভিন্ন দেশের সেরা ছবিগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। তাই “টুয়েলভথ ফেল”-এর পক্ষে মনোনয়ন পাওয়া সহজ হবে না। তবে, ছবিটি ভালো হলে এবং ভারতের প্রতিনিধিত্ব করতে পারলে তা অবশ্যই একটি ঐতিহাসিক ঘটনা হবে।

Related Articles