অমিতাভ বচ্চনের সামনে দাঁড়িয়ে ডায়লগ ভুলে গেছিলেন! নিজের অভিজ্ঞতার কথা জানালেন স্বস্তিকা

স্বস্তিকা মুখোপাধ্যায় ২০২৩ সালকে একেবারে অন্যভাবে বিদায় জানিয়েছেন। পেশাগত এবং ব্যক্তিগত জীবনের সমস্ত বিষয়ে তিনি সাক্ষাৎকারে কথা বলেছেন।
স্বস্তিকা জানান, ২০২৩ সালে তাঁর সবচেয়ে বড় কাজ ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করা। তিনি বলেন, “প্রথম দিন আমি নার্ভাস ব্রেক করেছিলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে আমি তাঁর সামনে সংলাপ বলতে গেলে যেন ঘাবড়ে না যাই।
আমার মাথায় তখন তাঁর ডায়লগগুলো যেন স্ফুলিঙ্গের মতো ফুটছে। অনুভব করলাম। আমি যে কোনও অভিনেতার সামনে এতটা নার্ভাস হতে পারি ভাবিনি। কিন্তু, তিনি অমিতাভ বচ্চন। আমরা তাঁর সব সিনেমা দেখেছি। সিনেমা বলে কিছু একটা আছে বুঝতে পারার পর থেকেই আমি তাঁর ভক্ত।”
স্বস্তিকা জানান, গত বছর তিনি সারা দেশে ভ্রমণ করতে পেরেছিলেন। তিনি দু’বার দিল্লি, বেঙ্গালোর, সুরাট, আহমেদাবাদ, দেরাদুনে গিয়েছিলেন। এছাড়াও, তিনি হোলির সময় বৃন্দাবনে গিয়েছিলেন এবং রথযাত্রার সময় পুরীতে গিয়েছিলেন। তিনি বলেন, “পুরনো বছরটা বেশ আনন্দের ছিল। আমি অনেক জায়গায় ঘুরতে পেরেছি। নতুন মানুষের সাথে দেখা করেছি। নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছি।”