বিনোদন

২০০ তম পর্বে পদার্পণ করল ফুলকি!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। শুরু থেকেই টিআরপি তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই ধারাবাহিক। সম্প্রতি এই ধারাবাহিক পৌঁছেছে ২০০ তম পর্বে। এই উপলক্ষে শুক্রবার ফুলকির সেটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধারাবাহিকের সকল অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও অন্যান্য কলাকুশলীরা। অনুষ্ঠানে কেক কাটা, সেলফি তোলা, মজার আড্ডা সবকিছুই ছিল।

ফুলকির চরিত্রে অভিনয় করছেন দিব্যানি মন্ডল। অভিষেক বসুর সঙ্গে জুটি বেঁধে তিনি এই ধারাবাহিকে অভিনয় করছেন। ইতিমধ্যেই এই জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। অন্যদিকে রোহিত একজন ধনী পরিবারের ছেলে। দুজনের মধ্যে বক্সিংয়ের মাধ্যমে পরিচয় হয়। এরপর থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ধারাবাহিকের মূল বার্তা হলো অতীতের জন্য কখনোই আটকে থাকতে নেই। জীবনে এগিয়ে যাওয়াই রীতি। রোহিত ও ফুলকিও জীবনে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। তবে তাদের পথে নানা বাধা আসছে। শালিনী ও রুদ্রের কারণে তাদের প্রেম জটিলতাপূর্ণ হয়ে উঠেছে।

তবুও ফুলকি ও রোহিত একে অপরের জন্য লড়াই করে যাচ্ছে। আগামী দিনে তাদের প্রেমের গল্প কীভাবে এগিয়ে যায় তা দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছেন।

Related Articles