হিন্দুধর্মকে অপমান করেছেন রণবীর কাপুর! অভিযোগ দায়ের হল অভিনেতার বিরুদ্ধে

বলিউড অভিনেতা রণবীর কপূরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর বড়দিনে কপূর পরিবারের সবাই মিলিত হয়েছিলেন। সেখানেই কেক কাটার সময় রণবীর কপূর ‘জয় মাতা দি’ বলে উচ্চারণ করেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়।
মুম্বইয়ের বাসিন্দা সঞ্জয় তিওয়ারি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “রণবীর কপূর এবং তাঁর পরিবারের সদস্যরা ইচ্ছাকৃত ভাবে অন্য ধর্মের উৎসব পালনের সময় মদের ব্যবহার করেছেন সেই সঙ্গে জয় মাতা দি স্লোগান দিয়েছেন। এতে হিন্দু ধর্মের ভাবাবেগ ক্ষুণ্ণ হয়েছে।”
ভিডিয়োটিতে দেখা যায়, কেক কাটার পর রণবীর কপূর মদ ঢেলে আগুন জ্বালান। সেই সময় তিনি ‘জয় মাতা দি’ বলে উচ্চারণ করেন। এই ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকেই নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রণবীরের কাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন, আবার কেউ কেউ মজা পেয়েছেন।
রণবীর কপূর বা তাঁর পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।