সৌরভ-দর্শনাকে জমিয়ে আইবুড়ো ভাত খাওয়ালেন নীল-তৃণা! ভাইরাল হল ছবি

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিকের আইবুড়ো ভাতের আয়োজন হয় গতকাল। এই অনুষ্ঠানে দর্শনাকে আইবুড়ো ভাত খাওয়ালেন তৃণা সাহা। আয়োজনে ত্রুটি ছিল না এতটুকু। তবে দর্শনার পোশাক ছিল একটু ভিন্ন। তিনি কোট-প্যান্টের সঙ্গে মাথায় শোলার মুকুট পরেছিলেন। এই পোশাকে তিনি যেন এক নিমেষে আইবুড়ো ভাতের ফ্যাশনের সংজ্ঞাই বদলে দিয়েছেন।
দর্শনার বন্ধু তৃণা সাহা ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, “একটা মিষ্টি বন্ধু এবং সুন্দরী হবু কনের জন্য এই ছবি। দর্শনা, তোমার জন্য অনেক ভালোবাসা। আমি তোমার জন্য খুব খুশি।”
সৌরভের ব্যাচেলর পার্টিতে চুটিয়ে আনন্দ দর্শনার আইবুড়ো ভাতের একদিন পরই সৌরভের ব্যাচেলর পার্টি হয়। এই অনুষ্ঠানে সৌরভকে কোমর দোলালেন তাঁর বন্ধুরা। টোপর মাথায় তাঁরা নাচগান করে আনন্দ করেন। সৌরভের বন্ধু নীল ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, “বিয়ের আগে শেষ নাচ!”
জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি
দর্শনা ও সৌরভের বিয়ে আগামী ১৫ ডিসেম্বর। এই বিয়ের জন্য জোরকদমে চলছে প্রস্তুতি। দর্শনা জানান, অধিবাস থেকে গায়ে হলুদ সবেতেই শাড়ি পরবেন তিনি। অধিবাসে পরবেন তসর বেনারসি। গায়ে হলুদে হলুদ রঙের বেনারসি। আর বিয়েতে পরবেন লাল টুকটুকে বেনারসি। বিয়ের বেনারসিতে থাকবে চমক। গোটা শাড়িতে থাকবে রুপোর কাজ।