বিনোদন

সৌমীতৃষা-তন্বীর বাকযুদ্ধে উত্তপ্ত টেলিপাড়া!

 

সম্প্রতি টেলিপাড়ায় শুরু হয়েছে সৌমীতৃষা ও তন্বীর বাকযুদ্ধ। দুজনেই টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সৌমীতৃষা দেবের বিপরীতে অভিনীত সিনেমা ‘প্রধান’ মুক্তি পেয়েছে। এই সিনেমায় সৌমীতৃষার অভিনয় প্রশংসিত হয়েছে। অন্যদিকে তন্বীও বেশ জনপ্রিয় অভিনেত্রী। তিনি বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে অভিনয় করছেন।

শনিবার তন্বী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি পোস্ট করেন। সেখানে তিনি কোনো এক অভিনেতা বা অভিনেত্রীকে আনফলো করার জন্য প্রকাশ্যেই দুষলেন। তিনি লিখেছেন, “প্রিয় অভিনেতা/ অভিনেত্রী, যখন প্রয়োজন ছিল তখন ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া। পোষ্টে আনকোলাব করে দেওয়া! আরও অনেক দূর পৌঁছন।”

এই স্টোরি ভাইরাল হতেই নেট দুনিয়ায় শোরগোল পরেছে। নেটিজেনদের মধ্যে ভাগ হয়ে গিয়েছে দুই দল। টিম তন্বী আর টিম সৌমীতৃষা। দুই পক্ষই একে অপরকে দুষতে এক চুলও ফাঁক ছাড়ছেন না। কেউ লিখেছেন, “এর আগে বহুবার অনেক পোস্টে যখন সৌমীতৃষাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করা হলে তন্বী লাহা রায় তখন সেই সব কমেন্টে লাইক দিত।”

অন্যদিকে তন্বীর অনুরাগীরা আবার লিখছেন,”আমাদের সৌমি ম্যাম এখন হলিউডে কাজ করবেন। তাই তিনি সব হলিউড অভিনেতাদের ইনস্টাগ্রাম ফলো করে রেখেছেন। আর যেই ছোট পর্দা থেকে পপুলার হলেন সেটা থেকে সবাইকে আনফলো করে দিলেন আমাদের মহানায়িকা তাই এখন থেকে বয়কট সৌমী ম্যামে।”

Related Articles