বিনোদন

সৌমিতৃষা: পুরনো সবকিছুকে বিদায় জানিয়ে নতুন জীবন শুরু করতে চাই

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু সম্প্রতি বেশ কিছু সমালোচনার মুখে পড়েছেন। কেউ তাঁকে বলছেন অহংকারী, কেউ বলছেন প্রথম ছবিতে প্রথম সারির নায়কের সঙ্গে কাজ করে তাঁর অহংকার বেড়ে গিয়েছে। এই সব সমালোচকদের উদ্দেশে এবার কড়া জবাব দিলেন সৌমিতৃষা।

সম্প্রতি সৌমিতৃষা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তিনি একটি নতুন বাড়িতে উঠেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি যতটা না আমার অতীত ঘুরে দেখি, কিছু মানুষ আমার চেয়েও বেশি আমার অতীত নিয়ে উচ্ছ্বসিত। ওদিকে আর ফিরেও তাকাই না বেবি। পুরো বাড়িটাই যে বিক্রি করে দিয়েছি।”

এই ছবিটি শেয়ার করে সৌমিতৃষা বুঝিয়ে দিয়েছেন যে, তিনি তাঁর অতীতকে ভুলে নতুনভাবে জীবন শুরু করতে চান। তিনি তাঁর পুরনো বন্ধুত্ব, সম্পর্ক, প্রেম সবকিছুকেই বিদায় জানিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান।

Related Articles