বিনোদন

সৌমিতৃষা কি সত্যিই অহংকারী? কী বললেন দেব?

 

গত ক্রিসমাস রিলিজ দেবের ছবি ‘প্রধান’। এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ছবিটি মুক্তির আগে থেকেই সৌমিতৃষার বিতর্কের কারণে আলোচনায় ছিল। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কি না সন্দেহ।” এরপরই তাঁকে ‘অহংকারী’ তকমা দেওয়া হয়।

এরপর মিঠাই টিমের একাধিক সহ-অভিনেতাকে সোশ্যালে আনফলো করে আরও বিতর্ক বাঁধিয়েছিলেন সৌমিতৃষা।

এই বিতর্ক নিয়ে দেব কী বলছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার মনে হয় এটা নিয়ে আমার উত্তর দেওয়া সাজে না। আমার কোনওদিন ওর অহংকার চোখে পড়েনি। ও বরাবর আমার সঙ্গে ভালো আচরণ করেছে। আমার তরফ থেকে ওর জন্য শুভেচ্ছা। প্রত্যেক মানুষের নিজস্ব ভাবনা-চিন্তা রয়েছে, বোঝার ক্ষমতা রয়েছে। আমার মনে হয়, আমার সঙ্গে কে কেমন ব্যবহার করছে সেইভাবেই আমি তাকে চিনব। সেটাই তার পরিচয় হওয়া উচিত।”

Related Articles