বিনোদন

সুশান্তের মৃত্যুর পর এখনো যেতে পারেননি বিদেশ, আদালতের দ্বারস্থ হলেন রিয়া চক্রবর্তী!

 

২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর জীবনে নেমে আসে চরম বিপর্যয়। অভিনেতার মৃত্যুর জন্য রিয়াকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। মাদক মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যেতে হয় তাকে। মাঝের দু’বছর ছিলেন লোকচক্ষুর আড়ালে। তবে জীবন বহমান। সুশান্তের স্মৃতি পিছনে ফেলে জীবনে এগিয়ে গেছেন রিয়া। বেশ কিছু কাজও পেয়েছেন।

কিন্তু কাজের পরিসর বাড়াতে চান রিয়া। সেই কারণে ফের আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী। সুশান্তের মৃত্যুর পর তার উপর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন অভিনেতার বাবা। তার পর রিয়ার নামে জারি হয় লুক আউট নোটিস। যার ফলে এত দিন অভিনেত্রীর বিদেশ যাওয়ায় ছিল নিষেধাজ্ঞা।

এবার এই সার্কুলারটি স্থগিত রাখার জন্য বম্বে উচ্চ আদালতে আবেদন জানান রিয়া। কাজের প্রয়োজনে বিদেশে যেতে চান অভিনেত্রী। শুক্রবার, বিচারপতি এ এস গড়কড়ির নেতৃত্বের ডিভিশন বেঞ্চে রিয়ার আইনজীবী অভিনব চন্দ্রচূড় আবেদন জানান।

Related Articles