বিনোদন
সামনে এলো যশ-নুসরতের ‘মেন্টাল’-এর প্রথম পোস্টার! দেখেছেন কি আপনি?

বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা যশ এবং নুসরত দু’জনেই একসময় বাণিজ্যিক ছবিতে দাপিয়ে বেড়িয়েছিলেন। কিন্তু আজকাল সেই ধরনের ছবি ইন্ডাস্ট্রিতে কোণঠাসা। সেই পুরনো বাণিজ্যিক ছবির স্বাদকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চাইছেন যুগল। তাদের নতুন ছবি ‘মেন্টাল’-এর পোস্টার প্রকাশিত হয়েছে সম্প্রতি। ছবিতে যশকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, নুসরতকে দেখা যাবে একজন অ্যাকশন হিরোইন হিসেবে।
পোস্টার দেখে দর্শকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এই ছবি বাঙালি দর্শকদের কাছে পুরনো বাণিজ্যিক ছবির স্বাদ ফিরিয়ে আনবে।
ছবিটি প্রযোজনা করছেন যশ নিজেই। তাই ছবিটি নিয়ে তার টেনশনের কমতি নেই। তিনি বলেন, “প্রযোজক হিসাবে প্রথম কাজ। তাই কোনও রকম ফাঁক রাখতে চাই না। আমি যে কতটা নার্ভাস, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।”