বিনোদন

সময় এসেছে ঈশিতাকে যোগ্য জবাব দেওয়ার, প্রস্তুত ফুলকিও!

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে ফুলকি এবং রোহিতের সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। ফুলকি বক্সিং ম্যাচে জিতলেও রোহিত তার সঙ্গে কথা বলছে না। ফুলকির আসল পরিচয় সম্পর্কে রোহিত কিছুই জানে না।

ফুলকি বক্সিং ম্যাচে লড়তে গিয়ে বিপদগ্রস্ত হয়। তাকে নিয়ে পরিবারের লোকজন খুবই চিন্তিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত রোহিত ফুলকিকে হাসপাতালে নিয়ে আসায় ফুলকির বিপদ কিছুটা কাটে।

ফুলকি রোহিতের ওপর রাগ করে বাড়ি থেকে চলে যায়। ফুলকি বাড়ি থেকে চলে গেছে দেখেই রোহিত তাকে ফিরিয়ে আনার জন্য আবার নিজেই যায়।

রোহিত তার কাজের জন্য এদিক-ওদিক যেতে হবে। ঈশিতা রোহিতকে জানায়, এত কিছু যে করছে সে শালিনী জানে কিনা।

ঈশিতার কটু কথার জবাবে ফুলকি বলে, “শালিনী আমার ব্যক্তিগত জীবনে আসতে পারে না। সে আমার স্বামী নয়, সে শুধু আমার বন্ধু।”

ফুলকির কথা শুনে ঈশিতা হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে ফুলকি রোহিতের প্রেমে পড়েছে।

Related Articles