‘সবকিছু ছেড়ে চলে যাব অনেক দূরে…’, প্রাক্তন স্ত্রী-র বিবাহের দিনে তাৎপর্যপূর্ণ পোস্ট অনুপমের!

সঙ্গীতশিল্পী অনুপম রায় ও প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদের পর, পিয়া চক্রবর্তীর সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। আজ, সোমবার গোধূলি লগ্নে সেই গুঞ্জন সত্যি হল। পিয়া চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করলেন।
অনুপম রায় নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমি সেই মানুষটা আর নেই, যে ছিলাম। সব কিছু ফেলে আজ চলে যাব দূরে।” অনুপম রায় বর্তমানে মুম্বাইতে রয়েছেন।
পিয়া চক্রবর্তী একাধারে সমাজকর্মী, মানসিক স্বাস্থ্যকর্মী এবং গায়িকা। ২০২১ সালে অনুপম রায় থেকে বিবাহ বিচ্ছেদের পর থেকেই তাঁর সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। পরমব্রত চট্টোপাধ্যায় টলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। অতিমারী উত্তরপর্ব থেকেই পরমব্রতর সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতা বাড়তে থাকে।
অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ টলিউডে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। আজ, পিয়ার দ্বিতীয় বিবাহেও টলিউডের তারকারা উপস্থিত ছিলেন।