বিনোদন

শোয়ের মাঝেই উঠে এলো পুরনো ঝগড়ার রেশ! করণের কথায় মেজাজ হারালেন কাজল

 

বলিউডের দুই তারকা কাজল এবং করণ জোহর তাদের বন্ধুত্বের জন্য বিখ্যাত। তবে, তাদের বন্ধুত্বের মধ্যেও ঝগড়ার ঘটনা ঘটেছে। ২০১৬ সালে তাদের ঝগড়ার কারণে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন।

সম্প্রতি, কফি উইথ করন অনুষ্ঠানে কাজল এবং রানী মুখার্জি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করণ কাজলকে প্রশ্ন করেন, তার পরিচালিত এবং কাজল অভিনীত কোন ছবিতে রানীও কাজ করেছেন? কাজল উত্তর দিতে গিয়ে থতমত খেয়ে যান। তিনি উত্তর দিতে না পারলে কাজল হঠাৎ করেই রেগে যান এবং অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কথা বলেন।

করণের প্রশ্নের উত্তর না দিতে পারার কারণে কাজল রেগে যাওয়ার কারণ হলো, তিনি মনে করেন করণ তার বন্ধুত্বের অপমান করেছেন। তিনি মনে করেন করণ তার বন্ধুত্বের কথা ভুলে গিয়েছেন।অবশ্য, শেষ পর্যন্ত কাজল অনুষ্ঠান ছেড়ে যাননি। করণ তাকে শান্ত করে অনুষ্ঠান চালিয়ে যান।

Related Articles