বিনোদন

শেষমেষ এই পাকিস্তানি অভিনেত্রীর প্রেমে মজলেন বাদশা! জানুন বিস্তারিত

 

বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা। তাঁর গানের তালে তালে নাচে দর্শক। কিন্তু বাদশার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। একাধিক নায়িকার সঙ্গে তাঁর প্রেমের খবর শোনা যায়। সম্প্রতি পঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু এবার বাদশার প্রেমিকা হিসেবে নাম উঠে এসেছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের।

জানা গিয়েছে, সম্প্রতি বাদশা ও হানিয়া আমির একসঙ্গে মলদোভায় ছিলেন। সেখানে তাঁরা একসঙ্গে একটি গান রিল ভিডিয়োও বানান। সেই ভিডিয়োতে তাঁদের খুব ঘনিষ্ঠভাবে দেখা যায়। এছাড়াও, তাঁদের একসঙ্গে বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে।

তবে, বাদশা ও হানিয়া আমির এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে, তাঁদের এই ঘনিষ্ঠতা দেখে অনুমান করা যায় যে, তাঁরা হয়তো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

বাদশা ও হানিয়া আমির দুজনেই বলিউড ও পাকিস্তানের জনপ্রিয় তারকা। বাদশার গানের তালে তালে নাচতে পছন্দ করেন হানিয়া আমির। আবার, হানিয়ার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। তাই, তাঁদের এই সম্পর্ককে নিয়ে অনুরাগীদের মধ্যে বেশ আগ্রহ দেখা দিয়েছে।

Related Articles