বিনোদন
রাত পোহালেই বিয়ে, তার আগে বিয়ের গাছকৌটোয় বিশেষ একটি জিনিস লাগালেন সৌরভ-দর্শনা

আজ, ১৪ ডিসেম্বর, অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিকের আইবুড়োভাত। আগামী ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই দুই তারকা। বিয়ের তোড়জোড় তুঙ্গে। তবে এ বিষয়ে কোনও কিছু খোলসা করতে চান না তাঁরা। সবটাই হচ্ছে চুপচাপ।
শোনা গিয়েছে, বাইপাসের ধারের একটি ব্যাঙ্কোয়েটে বসবে বিয়ের আসর। তবে দর্শনা আর সৌরভের সমাজমাধ্যমের পাতা ঘাঁটলেই চোখে পড়বে বিয়ের ছোটখাটো প্রস্তুতি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন দর্শনা। বিয়ের সময় কনের হাতে যে গাছকৌটো থাকে, তাতেও থাকছে নতুনত্ব। সেই ছবিই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
দর্শনার গাছকৌটোতে বর কনের ছবি আঁকা থাকবে। এটিকে বলা যেতে পারে ‘বলিউডি চমক’। এর আগে ক্যাটরিনা কইফ, পরিণীতি চোপড়া নিজেদের বিয়ের জন্য বিশেষভাবে গাছকৌটো তৈরি করেছিলেন। দর্শনাও নিজের বিয়েতে তেমনই ছোঁয়া রাখলেন।