বিনোদন

মুখার্জি বাড়িতে তদন্ত করতে গিয়ে কোন অজানা তথ্য জানতে পারলো জগদ্ধাত্রী?

 

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী।
জগদ্ধাত্রী এবং স্বয়ম্বর বিবাহ বার্ষিকী উপলক্ষে কৌশিকী সবকিছু আয়োজন করেছে জগদ্ধাত্রীকে সে নিজের হাতে সাজিয়েছে। কিন্তু জগদ্ধাত্রী বাড়ি থেকে বেরোতেই তার ওপর আবারো হামলা হলো।

জগদ্ধাত্রী পৌঁছাতেই দেখে সেখানে স্বয়ম্ভ কৌশিকী কাঁকন এবং স্বয়ংকুকে যে মানুষ করেছে, তারা সকলেই সেখানে উপস্থিত। এবারে স্বয়ম্ভুকে ফোনে জগদ্ধাত্রী সাহায্য করছে দিবিয়া সেনকে জেরা করার জন্য।

জগদ্ধাত্রী এবং কৌশিকের নির্দেশ অনুসারে স্বয়ম্ভু এবং তার টিম পৌঁছে যায় মুখার্জি পরিবারে সেখানে গিয়ে সকলের ঘর তল্লাশি হয়। তল্লাশি করা হচ্ছে বলে রাজনাথ স্বয়ম্ভুকে এক চড় মারে।

Related Articles