বিনোদন

মুক্তি পেলো দেবচন্দ্রিমার প্রথম ওয়েব সিরিজের ট্রেলার! দেখেছেন কি?

 

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন। এই সিরিজের নাম “প্রেমে পড়া বারণ”। সিরিজটি পরিচালনা করছেন অরিজিৎ ব্যানার্জি।

সিরিজে দেবচন্দ্রিমা একজন শান্তশিষ্ট মেয়ে মিতুলের চরিত্রে অভিনয় করবেন। রণের চরিত্রে অভিনয় করবেন অনিন্দ্য সেনগুপ্ত।

সিরিজের গল্প অনুযায়ী, রণ একজন দুরন্ত ছেলে, যে সব সময় মজা করতে পছন্দ করে। আর মিতুল একজন শান্ত মেয়ে, যে সব সময় মা-বাবার কথা শুনে চলে। একদিন এই দুই বিপরীত চরিত্রের মানুষ একে অপরের সাথে পরিচিত হয়। এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু তাদের এই প্রেম পরিণতি পায় না। কেন? সেই উত্তর জানা যাবে সিরিজের শেষ পর্বে। এই সিরিজে দেবচন্দ্রিমার পাশাপাশি দেখা যাবে ‘এক্স = প্রেম’ খ্যাত অনিন্দ্যকে।

Related Articles