মাল্টিস্টারার ছবিতে অভিনয় করায় ভয়? সেই কারণেই কি এম ১৬ থেকে সরে গেলেন জিতু? আসল ঘটনা জানালেন অভিনেতা!

টলিউডের জনপ্রিয় অভিনেতা জীতু কমল ‘এম ১৬’ ছবিতে অভিনয় করবেন না। সোমবার তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। এর আগে, বিতর্কের সৃষ্টি হয়েছিল এই ছবিতে সোহম চক্রবর্তী এবং অপূর্বর সঙ্গে জীতু কমলের অভিনয় নিয়ে। অনেকে মনে করেছিলেন, সোহম এবং অপূর্বর কারণে জীতু কমল হীনম্মন্যতায় ভুগছিলেন। কিন্তু, জীতু কমল নিজেই জানিয়েছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল।
জীতু কমল জানান, তাঁর অনুমতি ছাড়াই প্রযোজক সংস্থা ‘নেক্সজেন ভেঞ্চার্স’ তাঁর মুখ ব্যবহার করেছে। যে পোস্টারটি দেখা যাচ্ছে, সেই শুটটা তিনি করেননি। তাঁর সঙ্গে কোনও চুক্তিও হয়নি। তাছাড়া, শুটিংয়ের তারিখ খালি পরিবর্তিত হয়েই চলছিল। আর চিত্রনাট্য ছিল খুবই দুর্বল। তাই তিনি সিদ্ধান্ত নিলেন কাজটা না করার।
অন্য দিকে, প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায় জানান, জীতু কমলের সহকারী তাঁকে জানিয়েছিলেন যে, ডেটের সমস্যার কারণে জীতু কমল ছবিটিতে থাকতে পারছেন না। বাকি আর কী সমস্যা হয়েছে, সেটা পরিচালকই বলতে পারবেন। তবে তিনি এই ছবি বন্ধ করবেন না। ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং।
এই ঘটনায় টলিউডের অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, প্রযোজক সংস্থা ‘নেক্সজেন ভেঞ্চার্স’-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।