বিনোদন
ব্রেকআপ হয়ে গেছে আদৃত কৌশাম্বির? সর্বত্র জল্পনা তুঙ্গে!

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিক শেষ হয়ে গেলেও আজও দর্শকের মনের মণিকোঠায় থেকে গেছে। এই ধারাবাহিকে নায়ক-নায়িকার জনপ্রিয়তায় কিন্তু এতটুকুও ভাটা পড়েনি।
মিঠাই ধারাবাহিকের শেষের লগ্নে এই ধারাবাহিককে নিয়ে বিস্তর বিতর্ক গন্ডগোলের সূত্রপাত হয়েছিল। বিশেষ করে অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুর সঙ্গে অভিনেতা আদৃত রায়ের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল বলেই জানা যায়। সৌজন্যে ছিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। তিনি মিঠাই ধারাবাহিকে নায়ক সিদ্ধার্থর দিদির চরিত্রে অভিনয় করছিলেন।
অভিনেতা আদৃত রায়ের সঙ্গে কৌশাম্বীর প্রেমের গুঞ্জন শোনা যায় চলতি বছরের মে-জুন মাসে। মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার কিছুদিন পরই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও একে অপরকে বেস্ট ফ্রেন্ড বলে দাবি করতেন তারা। তবে আদৃত-কৌশাম্বীর এই প্রেমে গোঁসা হয়েছিল সৌমীতৃষার।