বিয়ে করে ফেললেন এনা সাহা! ছবি ভাইরাল হতেই জল্পনা সর্বত্র

টলিউড অভিনেত্রী এনা সাহার একটি ফটোশুটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে শোরগোল পড়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এনা সাহা একটি লাল পাড় সাদা শাড়িতে কনের সাজে বসে আছেন। পাশে একজন পুরুষকেও দেখা যাচ্ছে। ভিডিওতে লেখা রয়েছে, ‘শুভ বিবাহ’।
ভিডিওটি দেখে অনেকেই ধারণা করেছিলেন যে, এনা সাহা বিয়ে করে ফেলেছেন। কিন্তু, সত্যিটা হল, এটি একটি ফটোশুটের জন্য করা হয়েছে। এনা সাহা নিজেই এক বিশিষ্ট সংবাদমাধ্যমকে এই কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এটি একটি ফটোশুটের জন্য করা হয়েছে। পরিকল্পক আমাকে কনের বেশে সাজাতে চেয়েছিলেন। তাই দাবি মেনে বরকেও রাখা হয়েছে।”
এনা সাহা আরও বলেন, “শনিবার থেকেই ফোন এবং মেসেজে জেরবার হয়ে গেছি। প্রচুর ফোন আর মেসেজে প্রচুর শুভেচ্ছাবার্তা পেয়েছি। সকলেই জানতে চাইছেন বিয়ে করে নিলাম কি না। আসলে টলিউডে তো এই বছর আমার সব বন্ধুরাই বিয়ে করে নিয়েছে। তাই হয়তো অনুরাগীদের ধারণা আমিও বিয়ের পিঁড়িতে বসেছি।”
এনা সাহা জানান, তিনি এখনও বিয়ে করেননি। বিয়ে করার ব্যাপারে এখনও কোনও পরিকল্পনা নেই।