বিনোদন

বিয়ের জন্য কেমন পাত্র চাই? লম্বা লিস্ট দিলেন সৌমিতৃষা!

 

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর নায়িকা সৌমিতৃষা কুন্ডু এবার বড় পর্দায় হাজির হলেন। দেব অভিনীত নতুন ছবি ‘প্রধান’-এ সৌমিতৃষা দেবের বিপরীতে অভিনয় করেছেন। ছবিটিতে সৌমিতৃষা দেবের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন।

সৌমিতৃষা কুন্ডু একজন ওল্ড স্কুল মেয়ে। তিনি হুট করে কারও সঙ্গে ডেটে যান না। আগে থেকেই মানুষটাকে যাচাই করে নেন। তারপর সম্পর্কে এগোন।

এক সংবাদমাধ্যমকে সৌমিতৃষা বলেছেন, “আমার কাছে বিয়েটা খুবই পবিত্র সম্পর্ক। তাই আমি আগেই বুঝে নিতে চাই যে, আমি যাকে বিয়ে করতে চাই, সে আমার মতো। সে আমার পরিবারকে কতটা সম্মান করে। সে আমার ক্যারিয়ারকে কতটা সমর্থন করে। সবকিছু বুঝে নিলে তবেই আমি বিয়ের সিদ্ধান্ত নেব।”

সৌমিতৃষার এই কথা শুনে তার অনুরাগীরা খুব খুশি হয়েছেন। তারা আশা করছেন, সৌমিতৃষা খুব শীঘ্রই তার মনের মানুষকে খুঁজে পাবেন।

Related Articles