বিনোদন

‘বাবলি’-তে মিঠাইয়ের উপস্থিতি নিয়ে জল্পনা, মুখ খুললেন সৌমিতৃষা!

 

রাজ চক্রবর্তী পরিচালিত আগামী ছবি ‘বাবলি’। শুভশ্রী, আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী-র মতো তারকাদের পাশাপাশি মিঠাই খ্যাত সৌমিতৃষা কুণ্ডু-র অভিনয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে।

সৌমিতৃষা কি সত্যিই ‘বাবলি’তে অভিনয় করবেন? এই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই।
সৌমিতৃষা বলেন, “বাবলি-তে আমার অভিনয়ের কোনও প্রশ্নই নেই। ছবির মহরৎও হয়ে গেছে। আমি থাকলে তো ছবিতেই দেখা যেত। কারও একটা ছবিতে কিছু কমেন্ট করলেই তার সঙ্গে কাজের সম্পর্ক – এটা একেবারেই ভুল ধারণা। আমার সঙ্গে রাজ দা-র ভীষণ ভালো সম্পর্ক।

উনি আমার মেন্টর। আমার কাজে সাহায্য করেন। তাঁর ছবিতে কমেন্ট করার সঙ্গে ওই সিনেমায় আমার থাকার কোনও সম্পর্ক নেই।”

‘বাবলি’ বুদ্ধদেব গুহ-র বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। রাজ এই ছবি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেছেন, “এটা আমার ড্রিম প্রজেক্ট। শ্যুটিং শুরুর জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।”

Related Articles