বিনোদন

বাংলা সিনেমার সুদিন আসবে কবে? জানালেন অঙ্কুশ!

 

বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন নিয়ে আলোচনার অন্ত নেই। কন্টেন্ট ভালো হলেও বক্স অফিসে বাংলা সিনেমা তেমন সাফল্য পায় না। এই নিয়ে টলিউডের তারকারা একাধিকবার আক্ষেপ প্রকাশ করেছেন। সম্প্রতি অঙ্কুশ হাজরাও এই বিষয়ে কথা বলেছেন।

অঙ্কুশ বলছেন, “বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকা, সিনে নির্মাতারা নিজেরাই অন্য ভাষার সিনেমার সঙ্গে লড়াই করেন সম্মান এবং যথাযথ স্থান আদায় করার জন্য।” কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে? সেপ্রসঙ্গে অভিনেতার মন্তব্য, “সেখানকার দর্শকরাই তারকা এবং পরিচালক-প্রযোজকদের হয়ে অন্য ভাষার ছবির সঙ্গে লড়াই করে ভালোবাসার টোকেন হিসেবে তাঁদের প্রাপ্য সম্মান আর জায়গা দেন।”

অঙ্কুশের মতে, বাংলা সিনেমার দর্শকদের মধ্যে দ্বিচারিতা রয়েছে। তারা একদিকে বাংলা সিনেমার সুদিন কামনা করেন, অন্যদিকে অন্য ভাষার সিনেমা দেখতে পছন্দ করেন।

অঙ্কুশের এই মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, বাংলা সিনেমার দর্শকদের মধ্যে পরিবর্তন আনা দরকার। অন্যরা বলছেন, বাংলা সিনেমার মান আরও বাড়াতে হবে।

বাংলা সিনেমার সুদিন কবে আসবে, তা এখনই বলা মুশকিল। তবে দর্শকদের এবং নির্মাতাদের মধ্যে সমন্বয় না থাকলে এই সমস্যার সমাধান হবে না।

Related Articles