বিনোদন

বাংলায় ওয়েব সিরিজে নতুন কিছু পরীক্ষা করার উপায় নেই, জানালেন ইশা!

 

বাংলা চলচ্চিত্রের উঠতি তারকা ইশা সাহা পুজোর সময় মুক্তিপ্রাপ্ত কোনও ছবিই দেখতে পারেননি। তিনি জানান, পুজোর প্রথম ছয় দিন তিনি ব্যস্ত ছিলেন নানা কাজে। তারপর দু’দিন তিনি অসুস্থ ছিলেন। নবমীতে তিনি উত্তরবঙ্গ চলে যান। তাই তার পক্ষে কোনও ছবি দেখা সম্ভব হয়নি।

ইশা বলেন, “পুজোর সময় চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। সবগুলোই দেখতে চেয়েছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে পারিনি। তবে আমি পরে সবগুলোই দেখব।”

গত বছর ইশার দুটি ছবি পুজোর সময় মুক্তি পেয়েছিল। এ বছর কোনও ছবি ছিল না। এ বিষয়ে ইশা বলেন, “আমার প্রথম ছবি ‘প্রজাপতি বিস্কুট’ পুজোয় মুক্তি পেয়েছিল। গত বছর আমার দুটি ছবি ছিল। পুজোয় ছবি মুক্তি পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। একটা মজা তো আছে বটেই। সঙ্গে ততটাই চাপ থাকে। তাই সত্যি বলছি, এই পুজোয় অনেকটা রিল্যাক্সড ছিলাম। তবে পুজোয় ছবি মুক্তি পেলে ভালই লাগে। ভাল জিনিস মাঝে মাঝে আসাই ভাল। আবার এক বছর বা দু’বছর পর যদি পুজোয় আমার কোনও ছবি মুক্তি পায়, ভালই লাগবে।”

ইশার অভিনীত সর্বশেষ ছবিটি হল “একটু সরে বসুন”। ছবিটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবিটিতে ইশার অভিনয় প্রশংসিত হয়েছে।

ইশা বলেন, “আমার অভিনয়ের প্রশংসা শুনে ভালো লাগছে। আমি ভবিষ্যতেও ভালো কাজ করে মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করব।”

Related Articles