বিনোদন

বাংলাদেশের ছবির জন্য শুটিং করে মুগ্ধ স্বস্তিকা!

 

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন। সেখানে তিনি তার অভিনীত চলচ্চিত্র ‘বিজয়ার পরে’ দেখান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেন।

উৎসবের পাশাপাশি স্বস্তিকা ঢাকায় বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ, গানবাংলা টেলিভিশনের আয়োজনে গান-আড্ডা এবং ‘উইমেন ইন সিনেমা’ বিষয়ক কনফারেন্স।

সব অনুষ্ঠানেই স্বস্তিকাকে উৎসাহিত করতে তার ভক্তরা উপস্থিত ছিলেন। স্বস্তিকা জানান, “বাংলাদেশে এসে বুঝলাম বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।”

গানবাংলা টেলিভিশনের আয়োজনে গান-আড্ডায় স্বস্তিকা উপস্থিত হয়ে নেচে-গেয়ে মেতে ওঠেন। হামিন আহমেদের কণ্ঠে মাইলসের ‘নিঃস্ব করেছ আমায়’ গানটি শুনে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন।

Related Articles