বলিউড হলে আমায় এই কটাক্ষ শুনতে হতো না! কেন এমন বললেন সৌমিতৃষা?

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। গত একবছর ধরে তিনি মিঠাই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছে। মিঠাই চরিত্রটি তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর সৌমিতৃষা এখন রুমি চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রটিও তাকে বেশ পছন্দ হয়েছে। তিনি বলেন, “প্রতিটি চরিত্রই আমার কাছে চ্যালেঞ্জ। দর্শকদের আশা-প্রত্যাশা যখন এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়, তখন অভিনেতা-অভিনেত্রীদের দায়িত্বও অনেকগুণ বেড়ে যায়।”
সৌমিতৃষার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। তার কেরিয়ার শুরুর দিকেই একের পর এক বাজিমাত করছেন তিনি। মিঠাই ধারাবাহিক চলাকালীনই তার টলিউডের বড়পর্দা থেকে ডাক এসেছিল। তবে ধারাবাহিকটির জন্য তিনি দুটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
সম্প্রতি সৌমিতৃষার টলিপাড়ার সুপারস্টারের বিপরীতে অভিনয়ের খবর সামনে এসেছে। সাংসদ ছবিতে তিনি দেবের বিপরীতে অভিনয় করবেন। খবরটি প্রকাশ্যে আসার পরই খুশির হাওয়ায় ভেসেছিলেন তার ভক্তরা। তবে চুপ থাকেননি নিন্দুকেরাও।