বিনোদন
বড় পর্দায় আসছেন দেব-সৌমিতৃষা! মুক্তি পেল “প্রধান” ছবির ট্রেলার

বাঙালি দর্শকদের প্রিয় অভিনেতা দেব আবারও নতুন রূপে, নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। এবারের ছবিটির নাম “প্রধান”। এটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন।
গত ২ ডিসেম্বর দেব তার টুইটার অ্যাকাউন্টে এই ছবির ট্রেলার মুক্তির বিষয়ে ইঙ্গিত দেন। তিনি একটি ছবি পোস্ট করে লেখেন, “ট্রেলার শীঘ্রই আসছে।”
রবিবার রাতে দেবের প্রোডাকশন হাউসের ফেসবুক পেজে জানানো হয়, সোমবার এই ছবির ট্রেলার মুক্তি পাবে। তবে নির্দিষ্ট সময় জানানো হয়নি।
ছবিতে দেব পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। তার বিপরীতে থাকবেন সৌমিতৃষা কুণ্ডু। এছাড়াও এই ছবিতে অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মমতা শঙ্কর প্রমুখ। এই ছবির ট্রেলার মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। তারা আশা করছেন, এই ছবিতে দেবের নতুন রূপ এবং অভিনয় দর্শকদের মুগ্ধ করবে। এছাড়াও তাদের উপরি পাওনা হিসেবে রয়েছেন সৌমিতৃষা।