বিনোদন

বক্স অফিসে মুখোমুখি মিষ্টি ও মিঠাই, ‘প্রধান’ ও ‘কাবুলিওয়ালা’র লড়াইয়ে জিতল কে?

 

প্রথম দিনের বক্স অফিস আয়ের হিসাবে ‘কাবুলিওয়ালা’ এগিয়ে রয়েছে। তবে ‘প্রধান’ও দর্শকদের কাছে ভালো লেগেছে বলে জানা যাচ্ছে।

‘কাবুলিওয়ালা’ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প অবলম্বনে নির্মিত। ছবিতে মিঠুন চক্রবর্তী ও অনুমেঘা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি দেখার পর দর্শকরা বলছেন, পরিচালক সুমন ঘোষ গল্পটিকে ভালোভাবে তুলে ধরতে পেরেছেন। মিঠুন চক্রবর্তী ও অনুমেঘার অভিনয়ও প্রশংসিত হয়েছে।

অন্যদিকে, ‘প্রধান’ একটি অ্যাকশন থ্রিলার ছবি। ছবিতে দেব ও সৌমিতৃষা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটিতে সৌমিতৃষা পুলিশ অফিসার দেবের স্ত্রী রুমির ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি দেখার পর দর্শকরা বলছেন, সৌমিতৃষা তার আগের চরিত্র মিঠাই থেকে অনেক আলাদা। তার অভিনয়ও ভালো হয়েছে।

এখন দেখার বিষয় হলো, দীর্ঘমেয়াদে কেমন সাফল্য পায় এই দুটি ছবি। তবে প্রথম দিনের বক্স অফিস আয়ের হিসাবে ‘কাবুলিওয়ালা’ এগিয়ে রয়েছে।

Related Articles