বিনোদন

ফুলকিকে সাহায্য করতে আসবে পর্ণা! হতে চলেছে নিম ফুলের মধু ও ফুলকি ধারাবাহিকের মেগা ক্রসওভার

 

জন্মাষ্টমীতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে ফুলকির বাড়িতে। সেখানে সবাই এসেছে এমনকি নিম ফুলের মধুর পর্ণা সেখানে আমন্ত্রিত হয়েছে। কিন্তু হঠাৎ করেই সকলের আনন্দের মাঝখানে ঘটে যায় এক দুর্ঘটনা। হঠাৎ করেই চুরি হয়ে যায় বাড়ি থেকে সোনার গোপাল। তারপর কী ঘটে?

প্রত্যেক বছরের রায়চৌধুরী পরিবারে বড় করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। সেখানে ফুল্কি হঠাৎ করে বুঝতে পারে সেখানে যে তার সোনার গোপাল পূজিত হচ্ছে সেটি আসলে আসল সোনা নয়। পিতলের মূর্তি সেটি। এই ঘটনায় সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। সেখানেই ফুলটিকে সাহায্য করতে এগিয়ে আসে আলোকপর্না দত্ত অর্থাৎ পর্না।

নিম ফুলের মধুর পরনার বিয়ে হওয়ার আগে পর্যন্ত প্রত্যেক বছরই এই রায়চৌধুরী পরিবারে সে আসতো জন্মাষ্টমী উপলক্ষে এখন এটাই দেখার সোনার গোপালকে উদ্ধার করতে পারবে পর্না?

Related Articles