বিনোদন

পাঁচ বছর পর আর্থিক প্রতারণা মামলায় জামিন পেলেন জারিন খান!

 

বলিউড অভিনেত্রী জারিন খান আর্থিক প্রতারণার মামলায় জামিন পেয়েছেন। ২০১৮ সালে উত্তর কলকাতা ও উত্তর ২৪ পরগনার ছয়টি কালীপুজোর উদ্বোধন করার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাছ থেকে ১২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানে যোগ দেননি। এরপরই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানায় জারিন খানের বিরুদ্ধে মামলা হয়।

মামলার পর জারিন খান পালিয়ে যান। পরে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১১ ডিসেম্বর শিয়ালদহ আদালতে জামিনের আবেদন করেন জারিন খান। তার আইনজীবীর দাবি, জারিন খান এই মামলার কোনো অপরাধী নন। তিনি অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে যোগ দিতে পারেননি।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে জারিন খানের জামিন মঞ্জুর করেন। তবে শর্ত দেওয়া হয়, জামিনের সময় তিনি আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।

জারিন খান ২০১০ সালে সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করেন। এরপর তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তবে বর্তমানে তিনি বলিউড থেকে প্রায় নিষ্ক্রিয়।

Related Articles