নুরী আসলে কী চাইছে? জগদ্ধাত্রী কূলকিনারা পাচ্ছে না কিছু!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে গতকালের পর্বে দেখা গেছে, নুরী জগদ্ধাত্রী ও স্বয়ম্বরকে ফাঁসাতে চায়। সে আজগুবি গল্প বানিয়ে জগদ্ধাত্রীকে কেলেঙ্কারির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু জগদ্ধাত্রী নূরীর সব গল্প ধরে ফেলে। জগদ্ধাত্রী নূরিকে বলে যে, তার অপেক্ষা করতে হবে। এমন একজন আসবে, যার কারণে নূরীর সব গল্পের অবসান ঘটবে।
জগদ্ধাত্রী ও কৌশিকী নুরীর উদ্দেশ্য বুঝতে পারছে না। তারা ভাবছে, নুরী কেন তাদের ক্ষতি করতে চায়? নুরী কি জগদ্ধাত্রীর প্রতি ঈর্ষান্বিত? নাকি সে স্বয়ম্বরের সাথে জগদ্ধাত্রীর সম্পর্ক ভেঙে দিতে চায়?
কৌশিকী নুরীর সাথে কথা বলতে চায়। সে নুরীকে জিজ্ঞাসা করতে চায় যে, সে কেন তাদের ক্ষতি করতে চায়। কিন্তু নুরী কৌশিকীর সাথে কথা বলতে চায় না। সে কৌশিকীকে এড়িয়ে চলছে।
জগদ্ধাত্রী মনে করে, নুরী তাদের ক্ষতি করতে চায় কারণ সে একটি ষড়যন্ত্রের অংশ। জগদ্ধাত্রী ধারণা করছে, নুরীকে কেউ একজন উস্কানি দিয়েছে।