বিনোদন

দীর্ঘদিন পর অর্জুনকে দেখে কি তাকে চিনতে পারবে দীপা?

 

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।দীপা তার দুই মেয়েকে নিয়ে এখন আলাদা থাকছে কিন্তু সোনা ও রুপার জন্মদিনে সেনগুপ্ত পরিবারের সকলেই এসেছে বলতে গেলে। হঠাৎ করেই বেল বাজায় দীপার মনে হল তার ডাক্তারবাবু বোধহয় তার দুই মেয়ের জন্মদিনে এসেছে। কিন্তু সে ভুল ছিল সোনা ও রুপার দাদুভাই এসেছে দীপা শশুর তাকে জানাই সূর্য যদি সবকিছু ভুলে থাকতে পারে তাহলে দীপা কেন পারছে না।

সূর্য ও লাবণ্য ভীষণই উদ্বিগ্ন মিশকাত সন্তানের জন্য তাই তারা হাসপাতাল থেকে কিছুতেই যেতে পারছে না যতক্ষণ না ছোট্ট বাচ্চাটা সুস্থ হচ্ছে। মিশকা তাদের যেতে বলায় তারা জানায় মিশকার এত না ভাবলেও হবে তারা কোথায় যাবে না যাবে।

দুই পাতার দুই মেয়েকে নিয়ে অনুষ্ঠানে গিয়েছে সেখানে হঠাৎ করেই অর্জুনের সঙ্গে দেখা হয়েছে। দীপা কি সত্যিই চিনতে পারবে অর্জুনকে?

Related Articles