দীপা-সূর্যর জন্য একটি বিপদজনক সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে মিশকা!

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। স্কুলে সোনা ও রুপার সঙ্গে কেউই ভালো করে কথা বলে না তাই খুবই দুঃখ করছিল তারা তখনই দীপা জানায় মিশকা কিন্তু একা। তারা স্কুলে যাওয়া মাত্রই অন্যান্য স্কুলের ছাত্রীর গার্জেনরা জানায় সোনা ও রুপা পড়লে তাদের মেয়েরা এই স্কুলে পড়তে পারবে না তখন সোনা রুপা তাদের জিজ্ঞাসা করে তারা কাদের সঙ্গে মিশে কাদেরকে খারাপ করে দিয়েছে।
মিসকল সেনগুপ্ত পরিবারের রয়েছে সেখান থেকে সে ফেসবুক লাইভ করে সকলকে জানাচ্ছে সবাই তাকে ঠিক কতটা খারাপ ভাবে দুষ্টু ভাবে। কিন্তু এখন যদি তার কোন ক্ষতি হয় তাহলে তার ছোট্ট সন্তানের ক্ষতি হবে। সাধারণ মানুষের মতামত কি তা জানতে চাইলে মিশকা।
মিশকা সেনগুপ্ত পরিবারে থেকে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে দিপাকে দীপার মতন শাড়ি পড়ে তাদেরই বিছানায় শুয়ে চাদর মরি দিয়ে সূর্যকে কাছে আনতে বাধ্য করেছে। ঠিক তখনই দীপা ঘরে ঢুকে দেখে সূর্য তার গায়ে হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে তখনই সূর্য বুঝতে পারে সেখানে দীপা নেই লাইট ধরিয়ে দেখে মিশকা।