বিনোদন
তার দুই বন্ধু কাজ করেছেন একসঙ্গে, ডাঙ্কি দেখে মুগ্ধ আমির!

বলিউডের দুই তারকা আমির খান ও শাহরুখ খান একসাথে অভিনয় করছেন রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডাঙ্কি’ ছবিতে। এই ছবিটি মুক্তির অপেক্ষায় থাকায় ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই উত্তেজনার মধ্যেই ‘ডাঙ্কি’র পরিচালক রাজকুমার হিরানির ২০ বছর পূর্তি উদযাপন হল। এই উপলক্ষে আমির, শাহরুখ ও রণবীর কাপুর শুভেচ্ছা জানালেন রাজকুমার হিরানিকে।
আমির খান বললেন, “রাজকুমার হিরানিকে আমি আমার অন্যতম প্রিয় পরিচালক হিসেবে মনে করি। তার পরিচালনায় অনেক ভালো ভালো ছবি আমরা দেখেছি। ‘ডাঙ্কি’তে শাহরুখের সঙ্গে তার কাজ দেখার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তার সাফল্য অব্যাহত থাকুক।”