বিনোদন

জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড: বিশেষ পারফরমেন্সে জ্যাস-স্বয়ম্ভু

 

জি বাংলা মানেই বাংলার মানুষের ঘরের মানুষ। প্রতি সন্ধ্যায় জি বাংলার ধারাবাহিকগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আর এই ধারাবাহিকগুলোর অভিনেতা-অভিনেত্রীদের সম্মান জানাতেই জি বাংলা আয়োজন করে ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’-এর।

এবার ২০২৪ সালের ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’-এর প্রোমো শ্যুট প্রকাশ পেয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে, মেলার আমেজ নিয়ে এসেছে এই পরিবারের বড় উৎসব! ‘নিম ফুলের মধু’-র লিলি চক্রবর্তী, ‘সোহাগজল’-এর শ্বেতা, ‘জগদ্ধাত্রী’-র স্বয়ম্ভূ সহ আরও অনেক জনপ্রিয় ধারাবাহিকের তারকারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

শুধু ধারাবাহিকের তারকারাই নয়, বড়পর্দার তারকা ও নন-রিয়েলিটি শো-এর সঞ্চালকদেরও দেখা যাবে ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’-এ। ঘরে ঘরে জি বাংলার ‘অপরাজিতা’ অপরাজিতা আঢ্য এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন।

‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ শুধু একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠান নয়, এটি বাংলার টেলিভিশন জগতের একটি বড় উৎসব। এই উৎসবে মিলিত হন বাংলার সকল প্রিয় তারকারা, আর উপভোগ করেন মনোমুগ্ধকর অনুষ্ঠান।

এই বছরের ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ কবে অনুষ্ঠিত হবে, তা এখনও জানা যায়নি। তবে আশা করা যায়, খুব শীঘ্রই এর সময়সূচী ঘোষণা করা হবে।

Related Articles