বিনোদন

জাল ওষুধ চক্রের পর্দা ফাঁস করতে চলেছে জগদ্ধাত্রী, কিন্তু তার আগেই তাদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

 

জি বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।গুরু শর্মাকে নিয়ে জগদ্ধাত্রী খুবই চিন্তিত তখনই জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু গাড়ি থেকে নেমে চা খাচ্ছিল। দুজন লোক বাইকে করে এসে জগদ্ধাত্রীকে তাক করে গুলি করে। জগদ্ধাত্রী।কে হাসপাতালে আসতে বারণ করে দিল গুরু শর্মা সে জানালো মেডিসিন মাফিয়া থেকেও বেশি কিছু সে।

গুরু শরমার মুখোমুখি হয়েছে জগদ্ধাত্রী সেখানে দাঁড়িয়ে ও গুরু শর্মা জগদ্ধাত্রীকে হুমকি দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই জগদ্ধাত্রী লাশ পড়ে থাকবে। পোস্টমটমে যাবে ফরেনসিক ল্যাবে গিয়ে তার লাশ থেকে কিছুই খুঁজে পাবে না। জগদ্ধাত্রী ও তার পাল্টা জবাব দিয়ে সেখান থেকে বেরোলো।

বেবী গোমসের মায়ের মৃত্যু হয়েছে তিনি খুন হয়েছেন তাই তার পোস্টমর্টেমের রিপোর্ট নিয়ে জগদ্ধাত্রী বেশ উঠে পড়ে লেগেছে। জগদ্ধাতাত্রীর কোন কথাই ডক্টর কৌলের মাথায় ঢুকছে না। সম্ভব খুঁজে পেয়েছে জাল ওষুধ ভর্তি একটি ট্রাক সেটা মুখার্জি পরিবারের কৌশিকি মুখার্জিকে বিপদে ফেলার জন্যই এমন পরিকল্পনা।

Related Articles